মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (indian navy job vacancy 2021)
চাকরি প্রার্থীদের জন্য সুখবর মাধ্যমিক যোগ্যতায় ইন্ডিয়ান নেভিতে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পাশ থাকলেও আবেদন করা যাবে শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 350 টি ।
পদের নাম : নাবিক জেনারেল ডিউটি ।
শূন্য পদ : 260 টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বোর্ড থেকে গণিত ও পদার্থবিজ্ঞান সহ উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত 1টি বোর্ডের মাধ্যমে ।
পদের নাম : যান্ত্রিক।
শূন্য পদ : 40 টি ।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে ইলেকট্রিকাল ও মেকানিকাল ও ইলেকট্রনিক্স কমিউনিকেশন 2 বছর অথবা 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে প্রার্থীদের।
পদের নাম : নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ।
শূন্য পদ : 50 টি ।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন ।
বয়স সীমা : 18 - 22 বছরের মধ্যে বয়স হতে হবে ওবিসি প্রার্থীরা সর্বোচ্চ ছাড় পাবেন 3 বছর এসসি এসটি প্রার্থীরা সর্বোচ্চ ছাড় পাবেন 5 বছর।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে 2 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
আবেদন ফি : 250 টাকা জেনারেল ও ওবিসি প্রার্থীদের এসিএসটি প্রার্থীদের কোন টাকা দিতে হবে না।
ওয়েবসাইটের লিংক : https://www.joinindiannavy.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.exambangla.com/wp-content/assets/2021/06/Notification-Indian-Coast-Guard-Navik-DB-GD-Yantrik-02-2022-Batch.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: