মাধ্যমিক পাশে ক্লার্ক ও নাইট গার্ড নিয়োগ করা হচ্ছে (clerk and night guard recruitment west bengal 2021)
চাকরি প্রার্থীর জন্য সুখবর রাজ্যে বিভিন্ন পদে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নাইটগার্ড, ম্যানেজার, ক্লার্ক, সহ বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
পদের নাম : নার্স।
শূন্যপদ : 1 টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট অথবা হোম হেলথ এন্ড করছে নার্সিং ডিপ্লোমা অথবা জি এন এম নার্সিং কোর্স করে থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবেন দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়স সীমা : 23 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন : 12000 টাকা।
পদের নাম :ম্যানেজার।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা সাইকোলজি ও কম্পিউটার ডিপ্লোমা সঙ্গে সোশ্যাল ওয়ার্ক এবং চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সিলিংয়ের অত্যন্ত পক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা ; 23 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন :19, 500 টাকা।
পদের নাম : চাইল্ড ওয়েলফেয়ার অফিসার।
শূন্যপদ :1 টি।
শিক্ষাগত যোগ্যতা : সোশ্যাল ওয়ার্ক বা সাইকোলজি তে সায়েন্স এবং স্নাতক থাকতে হবে কম্পিউটার অপারেশন এর কাজ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীদের চাইল্ড কাউন্সিলিংয়ের সাইকোলজিতে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা ; 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন :19, 500 টাকা।
পদের নাম :আয়া।
শূন্যপদ :3টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য বাস থামলেই আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাস থাকলে প্রার্থীরা আবেদন করা যাবে।
বয়স সীমা ; 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন :12,000 টাকা।
পদের নাম :স্টোর কিপার।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতা :কমার্স শাখা থেকে একাউন্টস বিষয়ে স্নাতক এবং কম্পিউটার তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতো।
বয়স সীমা ;21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন :15 ,400 টাকা।
পদের নাম :হাউস মাদার।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতা :উচ্চ মাধ্যমিক পাস অথবা যে কোন পরীক্ষা পাস করে থাকলেও আবেদন করতে পারবেন চাইল্ড কেয়ার অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়স সীমা ; 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন :12,100 টাকা।
পদের নাম :প্যারামেডিকেল স্টাফ নার্স।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতা :যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাস এবং নার্সিং ফার্মাসিতে ডিপ্লোমা অথবা অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা ; 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন :12,000 টাকা।
পদের নাম :ব্রাঞ্চ ক্লার্ক।
শূন্যপদ : 1 টি।
শিক্ষাগত যোগ্যতা :যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেও আবেদন করতে পারবেন।
বয়স সীমা ;21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন :14,770 টাকা।
পদের নাম :কাউন্সিলর।
শূন্যপদ : 1 টি।
শিক্ষাগত যোগ্যতা :সাইকোলজিতে স্নাতক থাকতে হবে।
বয়স সীমা ;21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন : 10,000 টাকা।
পদের নাম : লোয়ার ডিভিশন ক্লার্ক।
শূন্যপদ :1টি।
শিক্ষাগত যোগ্যতা :মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।
বয়স সীমা ;21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন :11,880 টাকা।
পদের নাম : নাইট গার্ড।
শূন্যপদ :1টি।
শিক্ষাগত যোগ্যতা :যেকোন শাখা থেকে অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারেন।
বয়স সীমা ;21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন :7000 টাকা।
পদের নাম : অর্ডার লিস্ট।
শূন্যপদ :2 টি।
শিক্ষাগত যোগ্যতা :যেকোন শাখা থেকে অষ্টম শ্রেণি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমা ;21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
মাসিক বেতন :7000 টাকা।
আবেদনের পদ্ধতি : অবশ্যই নির্দিষ্ট ফরমে অ্যাপ্লিকেশনটি করতে হবে শিক্ষাগত যোগ্যতা ও সার্টিফিকেট ও অভিজ্ঞতা এক কপি লিখিত পরীক্ষা ইন্টারভিউ তারিখ ওয়েবসাইটে জানানো হবে আবেদন করা যাবে আগামী 25 .6 .2021 তারিখ বিকাল 5 টা পর্যন্ত
বিজ্ঞপ্তি লিংক : http://coochbehar.nic.in/htmfiles/Occasional/SocialWelfare090621.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: