খড়গপুর আইআইটি তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে iit kharagpur // kharagpur iit recruitment
চাকরি প্রার্থীদের জন্য সুখবর খড়গপুর আইআইটি তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
পদের নাম : প্রফেশনাল ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি।
মোট শূন্যপদ : 10 টি ।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক হতে হবে ও বিকম সার্টিফিকেট আবেদন করতে পারবেন যেকোনো ইনস্টিটিউট থেকে একাউন্টেন্ট অফ ইন্ডিয়া অথবা একাউন্টেন্ট অফ অনুমোদিত সার্টিফিকেট থাকতে হবে এবং প্রার্থীদের কম্পিউটারে জানার জ্ঞান থাকলে থাকতে হবে।
বয়স সীমা : 25 বছরের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে 30 .6 .2021 তারিখ অনুযায়ী প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
মাসিক বেতন : 15000 টাকা।
প্রার্থীদের জানানো হচ্ছে যে ট্রেনিং এর সময়সীমা 12 মাস।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে আগামী 25 শে জুন পর্যন্ত এবং প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত নিম্নলিখিত ঠিকানায় জমা করতে হবে এবং প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 30 শে জুন পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : http://www.iitkgp.ac.in/
বিজ্ঞপ্তির লিংক : http://www.iitkgp.ac.in/files/r05_adv_2021_ptacc.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: