হিন্দুস্তান কপার লিমিটেডের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত (hindustan copper limited recruitment 2021)
চাকরি প্রার্থীদের জন্য সুখবর হিন্দুস্তান কপার লিমিটেডের বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গ হিন্দুস্তান কপার লিমিটেড হেড অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোন জেলা থেকে আবেদন করা যাবে আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
পদের নাম : ইলেকট্রিশিয়ান গ্রেড 2।
মোট শূন্যপদ : 20টি।
পদের নাম : ইলেকট্রিশিয়ান লাইনম্যান গ্রেড 2।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতা : এন সি ভি টি অনুমোদিত যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান ট্রেড আইটিআই কোর্সের সঙ্গে 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
চাকরির খবর : ১০৮৬ টি শূন্যপদে সিকুরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে
বয়স সীমা : 1.6 .2021 হিসাবে বয়স হতে হবে 35 বছরের মধ্যে।
মাসিক বেতন : 18,180 টাকা।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 15.7.2021 বিকেল 5 টা পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.hindustancopper.com/
বিজ্ঞপ্তি লিংক : https://img.freejobalert.com/uploads/2021/06/Notification-HCL-Electrician-Electrician-cum-Lineman-Posts.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: