চাকরি প্রার্থীদের জন্য সুখবর ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এন্ড নিউরোসায়েন্সে নার্সিং অফিসার নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ভারতীয় আবেদন করতে পারবেন এই পদের জন্য।
মোট শূন্যপদ : 266 টি ।
অসংরক্ষিত প্রার্থীদের 82 ,তপশিলি জাতি 63 ,তপশিলী উপজাতি 30 , ওবিসি 66 , ইডাবলু এস 25।
শিক্ষাগত যোগ্যতা : ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট অথবা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স নার্সিং এবং বিএসসি নার্সিং অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর যেকোনো শিক্ষিত ইনস্টিটিউট ও বিদ্যালয় থেকে উপস্থাপিত পোস্ট বেসিক বিএসসি নার্সিং থাকতে হবে এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অফ অথবা টেস্ট নার্সিং কাউন্সিল এবং এবং মিডিওফারি তে নাম নথিভুক্ত করতে হবে।
প্রার্থীদের অত্যান্ত 50 শয্যার হাসপাতালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন : 44900 থেকে 142400 টাকা ।
বয়স সীমা : বয়সের উর্ধ্বসীমা 35 বছর।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানের মাধ্যমে এবং ডাউনলোড করা যাবে সরাসরি এবং দরখাস্তের বয়ান ডাউনলোড করতে পারবে না এবং আবেদনপত্র যাবতীয় প্রমাণপত্র জেরক্স 28 শে জুন 2021 তারিখের মধ্যে পৌঁছাতে হবে।
ওয়েবসাইটের লিংক : https://nimhans.ac.in/
আবেদনপত্র ডাউনলোডের লিংক : https://nimhans.ac.in/wp-content/uploads/2021/05/Application-form.pdf
বিজ্ঞপ্তি লিংক : https://nimhans.ac.in/wp-content/uploads/2021/05/Notification-Advt-1-Website.pdf
আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: