রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | Wb Nursing Job | বিভিন্ন ব্লক অফিসে নিয়োগ করা হবে। Corona volunteer Job 2021
চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের লোক নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে বিভিন্ন ব্লক অফিসে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ : 64 টি।
পদের নাম : ল্যাব টেকনিশিয়ান।
শূন্য পদ : Barjora 2টি Onda 4টি।
শিক্ষাগত যোগ্যতা : ল্যাবরেটরী টেকনিশিয়ান স্নাতক অথবা মেডিকেল টেকনিক্যাল টেকনোলজি ডিপ্লোমা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল প্রার্থীদের পাস করে থাকতে হবে।
পদের নাম : স্টাফ নার্স।
শূন্য পদ : Onda 52টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন প্রতিষ্ঠান থেকে জিএনএম নার্সিং পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমা ; 1.1. 2021 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে।
মাসিক বেতন : 17,200 টাকা।
পদের নাম :টেকনিশিয়ান।
শূন্য পদ :Barjora 2টি Onda 4টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা সিসিইউ টেকনিশিয়ান নিয়ে ডিপ্লোমা অথবা ব্যাচেলর ডিগ্রী থাকলেই আবেদন করতে পারবেন।
নির্বাচনের পদ্ধতি : ইন্টারভিউ নম্বরে ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে।
ইন্টারভিউ তারিখ : 3.6. 2021 তারিখ সকাল 11 টার সময় নির্বাচন প্রার্থী বাছাই করা হবে প্রার্থীর নাম ওয়েবসাইটে দেখা যাবে।
ইন্টারভিউ স্থান : বাঁকুড়া জেলা।
ওয়েবসাইটের লিংক : http://www.wbhealth.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/1918.pdf
আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: