স্বাস্থ্য দপ্তরে নার্স নিয়োগ করা হচ্ছে (nurse of the health department 2021)

 


চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের 

মোট শূন্যপদ :  350 টি

পদের নাম :  এমটি সিসি ,এমটি ওটি, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স 


শিক্ষাগত যোগ্যতা : এমটি সিসি ও ওটি  ল্যাবরেটরী টেকনিশিয়ান ও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সহ উচ্চমাধ্যমিক পাস যোগ্যতার সমতুল্য পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে মেডিকেল টেকনোলজিতে দু বছরের ডিপ্লোমা থাকতে হবে 

স্টাফ নার্স :  উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য পাশের সঙ্গে সঙ্গে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে জেনারেল নাসিং  বিএসসি নার্সিং থাকতে হবে এবং সবকটি পদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের 


মাসিক বেতন  : 17,200 টাকা 

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ যাবতীয় প্রমাণপত্রও জেরক্স ও  নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে 


ইন্টারভিউ তারিখ 31  মে  2021 তারিখ প্রার্থী বাছাই করা হবে প্রার্থীদের পোস্টিং হবে হাওড়া জেলা ও বিভিন্ন কোভিড হাসপাতালে 

ওয়েবসাইটের লিংক : http://www.wbhealth.gov.in/

বিজ্ঞপ্তি লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Mn_1614.pdf

আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials


স্বাস্থ্য দপ্তরে নার্স নিয়োগ করা হচ্ছে (nurse of the health department 2021) স্বাস্থ্য দপ্তরে নার্স নিয়োগ করা হচ্ছে (nurse of the health department 2021) Reviewed by Karmasandhan Recruitment on মে ২৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.