চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের।
মোট শূন্যপদ : 350 টি
পদের নাম : এমটি সিসি ,এমটি ওটি, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স।
শিক্ষাগত যোগ্যতা : এমটি সিসি ও ওটি ল্যাবরেটরী টেকনিশিয়ান ও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সহ উচ্চমাধ্যমিক পাস যোগ্যতার সমতুল্য পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে মেডিকেল টেকনোলজিতে দু বছরের ডিপ্লোমা থাকতে হবে।
স্টাফ নার্স : উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য পাশের সঙ্গে সঙ্গে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে জেনারেল নাসিং বিএসসি নার্সিং থাকতে হবে এবং সবকটি পদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 17,200 টাকা।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ যাবতীয় প্রমাণপত্রও জেরক্স ও নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউ তারিখ 31 মে 2021 তারিখ প্রার্থী বাছাই করা হবে প্রার্থীদের পোস্টিং হবে হাওড়া জেলা ও বিভিন্ন কোভিড হাসপাতালে।
ওয়েবসাইটের লিংক : http://www.wbhealth.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Mn_1614.pdf
আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: