চাকরি প্রার্থীদের জন্য সুখবর ভারতীয় জাতীয় সড়ক পথে ডেপুটি ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম : ডেপুটি ম্যানেজার।
মোট শূন্যপদ : 81টি ।
UR -18,SC-06 , ST-04 ,OBC -10 ,EWS -04
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রী পাস করে থাকলেই আবেদন করতে পারবে।
বয়স সীমা : বয়স হতে হবে 30 বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন প্রার্থীরা।
মাসিক বেতন : 15,600 -31,100 // গ্রেট পে -5,400 টাকা।
আবেদনের পদ্ধতি : শুধুমাত্র অনলাইনের মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা ইঞ্জিনিয়ারিং প্রার্থীরা সেই সমস্ত প্রার্থীরা সরাসরি নিয়োগ করা হবে অনলাইনে আবেদন করা যাবে ওয়েবসাইটে গিয়ে।
ওয়েব সাইটের লিংক : https://www.nhai.gov.in/#/
বিজ্ঞপ্তি লিংক : http://vacancy.nhai.org/Vacancy/UserManager/User/Index.aspx
কোন মন্তব্য নেই: