আইটিআই লিমিটেড মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক, নেস্কো, নানা ধরনের পোস্টে ডিপ্লোমা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মোট শূন্যপদ : 40টি।
শিক্ষাগত যোগ্যতা : হাই স্কুল পাশ বা সমতুল্য পাশের সঙ্গে সঙ্গে ন্যূনতম 60% নাম্বার নিয়ে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কোর্সের 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতাসম্প হতে হবে 6 মার্চের 2021 তারিখের মধ্যে।
মাসিক বেতন : 19029 টাকা।
বয়স সীমা : 6 ই মার্চ 2021 তারিখে হিসাবে বয়সের উর্ধ্বসীমা 30 বছর বয়সে ছাড় পাবে সংরক্ষিত প্রার্থীরা।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : শুধুমাত্র লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আগামী 18 মার্চ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.itiltd.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.itiltd.in/Careers/Advertisement_Diploma%20Engineers_rbl_06-03-2021.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: