ভারতীয় রেলে প্রায় ৩ লক্ষ শূন্যপদে নতুন গ্রুপ C ও D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে (railway job 2021)
ভারতীয় রেলে নতুন একটি বিজ্ঞপ্তি ঘোষণা করল রেলমন্ত্রী পীযূষ গোয়েল লোকসভায় রেলমন্ত্রীর লিখিতভাবে একথা জানিয়েছে।
মোট শূন্যপদ : প্রায় ৩ লক্ষ ।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন এক্ষেত্রে বাকি শূন্য পদ গুলি ভবিষ্যতে কি নিয়োগের প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে কবে প্রকাশ করবে রেল বোর্ড উল্লেখিত 2020সালের 31 ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে শূন্য পদের সংখ্যা প্রকাশ করেছে রেলমন্ত্রী।
সম্প্রতি রেলে গ্রুপ এই সংক্রান্ত যে তালিকা পেশ করেছে রেলমন্ত্রী তাতে দেখা যাচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে পদে লেভেল মিলিয়ে সারাদেশে রেলের মোট সংখ্যা 2 লাখ 79 হাজার সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে উত্তর রেলওয়ে 38 হাজার বেশি শূন্য পদে 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি তে সংখ্যক 26 হাজার 967।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছে রেল সূত্রে জানানো হচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্যাটাগরিতে নিয়োগের পরীক্ষা হতে চলেছে হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে।
ওয়েবসাইটের লিংক : http://www.rrbcdg.gov.in/
Reviewed by Karmasandhan Recruitment on মার্চ ১৫, ২০২১ Rating:








কোন মন্তব্য নেই: