পশ্চিমবঙ্গ পুলিশের প্রায় 300 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের বিস্তারিত পড়ে নিন।
মোট শূন্যপদ : 300 টি
পদের নাম : পশ্চিমবঙ্গ সিভিল এমার্জেন্সি ফোর্স // ওয়াটার উইং সিভিল ডিফেন্স।
শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যায়ের যে কোন স্বীকৃত বোর্ডের মাধ্যমে বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন।
বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 2021 সালে 1 জানুয়ারি অনুযায়ী।
তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি প্রার্থীদের বয়সের ছাড় পাবেন 5 বছরে পশ্চিমবঙ্গ প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন।
প্রার্থীদের জানানো হচ্ছে 50 মিটার সাঁতার কাটতে হবে 20 সেকেন্ডে 80 মিটার দৌড়াতে হবে পাহাড়ি উপজাতিদের ক্ষেত্রে ছাড় দেয়া হবে নিয়োগের 6 মাসের মধ্যে হবে না হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে এই পদের জন্য।
আবেদন ফি : সংরক্ষিত পার্টিতে 200 টাকা আবেদন ফি তপশিলি জাতি এবং উপজাতিদের 20 টাকা।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আগামী 23 শে মার্চ বিকাল 5 টা পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : http://wbpolice.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : http://wbprb.applythrunet.co.in/ApplicationDoc/Online_WBCEFCD21.pdf
কোন মন্তব্য নেই: