মাধ্যমিক পাস যোগ্যতায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখাতে অফিস কর্মী নিয়োগ করা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম : অফিস এটেনডেন্ট।
মোট শূন্যপদ : 841টি।
SC - 25, ST -75, OBC -281, EWS -76, GEN-454।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক যোগ্যতায় থাকলে আবেদন করতে পারবেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটেনডেন্ট পদে নিয়োগ করা হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিংবা সরকারি যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
বয়স সীমা : 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে 1/2 /2021 তারিখ হিসাবে বয়সে ছাড় পেয়ে যাবেন এসসি, এসটি, ওবিসি ,p.w.d. এক্স সার্ভিস ম্যান।
মাসিক বেতন : 26,508 টাকা।
নিয়োগের পদ্ধতি : নিয়োগ করা হবে দুই ধাপের অনলাইন টেস্ট ও এলিজিবিলিটি টেস্ট পশ্চিমবঙ্গ পরীক্ষার্থীর ক্ষেত্রে এনপিটি বাংলা ভাষায় হবে।
অনলাইনে পরীক্ষা হবে মোট 120 নাম্বারে প্রশ্ন সংখ্যা 120 অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1 প্রশ্ন পত্র হবে ইংরেজি এবং হিন্দি ভাষায় পরীক্ষার সময় সীমা 90 মিনিট নেগেটিভ মার্কিং অর্থাৎ চারটি প্রশ্নের ভুল হলে একটি নাম্বার কেটে নেয়া হবে।
পরীক্ষা কেন্দ্র : পশ্চিমবঙ্গ বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে পরীক্ষা কেন্দ্র গুলি হল - আসানসোল ,কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি ,কল্যাণী, শিলিগুড়ি ,বহরমপুর ,মুর্শিদাবাদ।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে 24 ফেব্রুয়ারি থেকে 15 ই মার্চ 2021 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : 450 টাকা এসি,এসটি, p.w.d., এক্স সার্ভিস ম্যান, প্রার্থীদেরকে আবেদন ফি বাবদ 50 টাকা দিতে হবে।
ওয়েবসাইটের লিংক : https://www.rbi.org.in/
বিজ্ঞপ্তি লিংক : https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: