ইন্ডিয়ান রেলওয় অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে।
মোট শূন্যপদ : 2,532 টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ।
রেলওয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্বীকৃত কোন বোর্ড থেকে ন্যূনতম 50 শতাংশ নাম্বার নিয়ে আবেদনকারীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পাশ করে থাকতে হবে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এবং কাউন্সিলরের ট্রেনিংয়ের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়স সীমা : নূন্যতম বয়স 15 - 24 বছরের মধ্যে তপশিলি জাতি ও তপশিলি প্রার্থীদের সর্বোচ্চ 5 বছরের ছাড় পাবেন অন্যান্য শ্রেণীর বয়সে 3 বছরের ছাড় পাবেন ১লা জানুয়ারি ২০২০ তারিখ হিসাব।
অনলাইনে আবেদন করার শেষ তারিখ : 5 মার্চ 2021 বিকাল 5 টা।
আবেদন ফি : প্রার্থীদের আবেদনের জন্য 100 টাকা ফি দিতে হবে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি দের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদন ফি দিতে হবে না।
বিজ্ঞপ্তির লিংক : https://www.rrccr.com/PDF-Files/Act_Appr/Act_Appr_2020-21.pdf
আমাকে টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: