ইন্ডিয়ান রেলওয়ে স্পোর্টস (খেলাধুলা) কর্মীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করলো দক্ষিণ পূর্ব মধ্য রেলের লেভেল 2 ,3, 4,5 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল।
শূন্য পদ : 26 টি।
শিক্ষাগত যোগ্যতা : ডেভিল 2 এবং3 টেকনিক্যাল পোষ্টের জন্য দ্বাদশ শ্রেণী পাস করতে হবে টেকনিক্যাল পোষ্টের জন্য আইটিআই সহ দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের দশম শ্রেণী পাস করেছেন তবে এই আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট শাখা থেকে আইটিআই পাস না করলেও তারা 3 বছরে প্রশিক্ষণ নিতে হবে।
লেভেল4 যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। বা ফিজিক্সে (পদার্থবিজ্ঞান) বি.এসসি (অনার্স) প্রথম বর্ষে পড়তে হবে বা বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পদার্থবিজ্ঞান এবং অঙ্ক স্টেনোগ্রাফির জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
লেভেল ৫ : যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা :18 - 25 বছরের মধ্যে বয়স হতে হবে 2021 সালের 1 জানুয়ারি অনুযায়ী
আবেদন ফি :500 টাকা তপশিলি জাতি ও তপশিলি অন্যান্য ক্ষেত্রে মহিলাদের 250 টাকা
ওয়েবসাইটের লিংক : https://secr.indianrailways.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://secr.indianrailways.gov.in/uploads/files/1611295118372-Sports%20Eng.pdf
কোন মন্তব্য নেই: