কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন লিখিত পরীক্ষায় ছাড়া সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে কর্মী নিয়োগ করা হবে আবেদনকারীর অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা অবশ্যই দরকার নিয়োগ করা হবে কলকাতা পুলিশে হসপিটালে সম্পূর্ণ চুক্তিভিত্তিতে।
পদের নাম : ফিজিওথেরাপি ২ ফার্মাসিস্ট ২ এক্সরে টেকনিশিয়ান ১ ল্যাব টেকনিশিয়ান ২ ইসিজি টেকনিশিয়ান ১ সিস্টার ইনচার্জ ১ --৮ নার্স ২-১০ এম ৪ জেনারেল ডিউটি ৫ ।
বয়স সীমা : বয়স হতে হবে 50 বছরের মধ্যে স্পেশালিটি ডাক্তারের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর হলে আবেদন করা যাবে বয়সের ছাড় পেয়ে যাবে SC/ST/OBC।
যোগ্যতা : ফিজিওথেরাপিস্ট এক্সেস নিশিয়ান ফার্মাসিস্ট প্যাথলজিস্ট ইসিজি টেকনিশিয়ান এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকের পাশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে দু বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে।
আবেদনের পদ্ধতি : প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউ দিন সম্পূর্ণ 1 কপি পাসপোর্ট সাইজের ফটো সহ সমস্ত অরিজিনাল নথিপত্র নিয়ে যেতে হবে।
ইন্টারভিউ স্থান : কলকাতা পুলিশ হসপিটাল 2 নম্বর, পিন কোড 700025
ইন্টারভিউ তারিখ : এমো ,এমো ও জেনারেল ডিউটি পদের জন্য ইন্টারভিউ তারিখ নভেম্বর 2020 তারিখ সকাল 11 টা থেকে।
সিস্টার ইনচার্জ1ও 2 দুই পদের ক্ষেত্রে ইন্টারভিউ তারিখ 4 নভেম্বর 2020 তারিখ সকাল 11 টা।
ফিজিওথেরাপিস্ট ফার্মাসিস্ট টেকনিশিয়ান প্যাথলজিস্ট টেকনিশিয়ান ইন্টারভিউ হবে 4 নভেম্বর2020 সকাল 11 টা ।
বিজ্ঞপ্তি লিংক :
কোন মন্তব্য নেই: