আনলক পর্ব ৫-এ স্কুল, কলেজ খোলার অনুমতি মিলেছে৷ ১৫ অক্টোবরের পর থেকে ধীরেধীরে খুলতে পারবে স্কুল ও কলেজ যা এতদিন পর্যন্ত পড়ুয়াদের কথা ভেবে বন্ধ ছিল৷ তবে শুধু স্কুল-কলেজ নয় অন্যান্য শিক্ষা কেন্দ্রগুলিও খুলবে এবার থেকে৷ কেন্দ্র এই সিদ্ধান্ত নিলেও, রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি নেবে চূড়ান্ত সিদ্ধান্ত৷ অর্থাৎ রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলে স্কুলগুলি খুলতে পারবে কিনা বা সেরকম পরিস্থিতি রয়েছে কিনা, তার শেষ সিদ্ধান্ত নেওয়া হবে স্থানীয় স্তরেই৷
কন্টাইনমেন্ট জোনের বাইরে খোলার অনুমতি পাওয়া শিক্ষা কেন্দ্রগুলিকে তৈরি করতে হবে নিজস্ব এসওপি (SOP)৷ অর্থাৎ কীভাবে তারা আগামিদিনে ক্লাস চালাতে চায়, তার জন্য একটি নির্দেশিকা তৈরি করতে হবে৷ সেখানে অবশ্যই নজরে রাখতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির কথা৷
এছাড়াও কতক্ষণ খোলা থাকবে শিক্ষা কেন্দ্রগুলি, তার সিদ্ধান্ত নেবেন সেই শিক্ষাকেন্দ্রের সঙ্গে যুক্ত আধিকারিকরা৷ •পিএইচডি (PHd) বা বিজ্ঞান প্রযুক্তির স্নাতোকত্তরে (PG) প্রয়োজনীয় ল্যাবোরেটরি কাজের জন্য খুলতে পারে শিক্ষাকেন্দ্র৷ তার জন্য কতটা প্রস্তুত কেন্দ্রগুলি, তার সিদ্ধান্ত নিতে হবে তাদেরই৷ একই সঙ্গে কতক্ষণ খোলা থাকবে শিক্ষাকেন্দ্র, তারও সিদ্ধান্ত নিতে পারবে তারাই৷
•তবে এরপরও অনলাইন ক্লাসের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে, তার সঙ্গে ডিস্টেন্স লার্নিং-এর ওপর থাকবে আগ্রাধিকার৷ অন্যদিকে অভিভাবকদের অনুমতি চিঠি নিয়েই স্কুলে আসতে হবে পড়ুয়াদের৷ তবে যদি তারা না চান, তাহলে অনলাইন ক্লাসই চালিয়ে যেতে হবে৷
কোন মন্তব্য নেই: