ইন্ডিয়ান নেভিতে নৌবাহিনীর চার বছর দশম শ্রেণীর ও উচ্চ মাধ্যমিক cadet's ক্রিমে জানুয়ারি 2021 এ ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে যোগ্যতা অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন অল ইন্ডিয়া রেঙ্ক এর ভিত্তিতে তৈরি মেধা তালিকার মাধ্যমে সার্ভিসে সিলেকশন বোর্ডের ইন্টারভিউর জন্য ডাকা হতে পারে বাছাই প্রার্থীরা চার বছরে হবে ইলেকট্রিক্যাল এন্ড কমিশনের ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ব্রাঞ্চে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল এন্ড কমিশনের ইঞ্জিনিয়ারিং ডিগ্রী দেবে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে।
যোগ্যতা : ইন্ডিয়ান নেভিতে কাউন্সেলিং অফ বোর্ড অফ স্কুল এডুকেশন স্বীকৃত কোন বোর্ডে থেকে সিনিয়র সেকেন্ডারি পাস ও ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স 70% নাম্বার থাকতে হবে দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর ইংরেজিতে ৫০%ফিফটি শতাংশ নাম্বার থাকতে হবে ২০২০ স্কোর অনুযায়ী ।
বয়স সীমা : বয়স হতে হবে আর তাদের ক্ষেত্রে জন্ম তারিখ 2 জুলাই 2001 থেকে ১কে জানুয়ারি 2004 তারিখের মধ্যে।
শারীরিক মাপজোক : ইন্ডিয়ান নেভিতে উচ্চতা ও ওজন দৃষ্টিশক্তি ।
প্রার্থী বাছাই পদ্ধতি : অল ইন্ডিয়া তালিকা মেধা তালিকার ভিত্তিতে বাছাই করা হবে ওই ইন্টারভিউ ডাকা হবে নভেম্বর 2002 থেকে জানুয়ারি 2021 এর ইন্টারভিউ হবে কলকাতা বেঙ্গালুরু আবেদনের সময় দেয়া ইমেল আইডি অথবা ফোন নাম্বার ও ইন্টারভিউ সম্পর্কে জানিয়ে দেয়া হবে আপনাদের।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে ওয়েবসাইটে অনলাইনে গিয়ে বহিত ইমেইল আইডি থাকতে হবে অনলাইনে আবেদন করা যাবে 6 অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ।
ওয়েবসাইটের লিংক : https://www.joinindiannavy.gov.in
কোন মন্তব্য নেই: