ক্রেতা সুরক্ষা দপ্তর এ পশ্চিমবঙ্গে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন গ্রুপ ডি পদে আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে ক্রেতা সুরক্ষা দপ্তর এর আঞ্চলিক অফিসার এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের হেড অফিসার নিয়োগ করা হবে অস্থায়ীভাবে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম : ক্রেতা সুরক্ষা দপ্তর গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্য পদ : 6 টি ।
বয়স সীমা : গ্রুপ ডি পদের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে (SC/ST/OBC) বয়সের ছাড় পেয়ে যাবেন।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস ।
বেতন : আপনাদের প্রতি মাসে বেতন হবে ৩০০০ টাকা ।
আবশ্যিক যোগ্যতা : গ্রুপ ডি পদের জন্য আবেদনকারী কলকাতা আশেপাশে এলাকার বাসিন্দা হতে হবে ।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র যোগ করে একটি খামের ভিতর নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ইমেল ও থাকতে হবে।
আবেদনের ফি : আবেদনের টাকা কোন লাগছেনা।
আবেদন পত্র পাঠাতে হবে : 28 শে সেপ্টেম্বর থেকে 5 অক্টোবরের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের লিংক : https://img.freejobalert.com/uploads/2020/09/Notification-Consumer-Affairs-Department-Kolkata-Group-D.pdf
ওয়েবসাইটের লিংক : http://wbconsumers.gov.in/
কোন মন্তব্য নেই: