চীনের স্মার্টফোন কোম্পানি এমআই রেডমি সিরিজের দাম বাড়তে চলেছে এর সিদ্ধান্ত নিয়েছে কিছুদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম জানিয়েছিল স্মার্টফোনের ওপরGST হার পরিবর্তন করা হচ্ছে এর ফলে স্মার্টফোনের শতাংশ থেকে বাড়িয়ে 18 শতাংশ করা হলো তারপরে আজও Mi ঘোষণা করলো।
Mi India তাদের অফিশিয়াল ওয়েবসাইট পেজে টুইটার করেছেন মোবাইল ফোনের অপর 50% GST বাড়ানো হোক এবার থেকে মোবাইল ফোনের ওপর 12% বদলে 18% GST দিতে হবে এছাড়া অন্য আর কয়েকটি কারণে আমরা স্মার্টফোনের দাম বাড়াতে চলেছি নতুন দাম 1এপ্রিল থেকে কার্যকর হবে।
Mi India তাদের অফিশিয়াল ওয়েবসাইট পেজে টুইটার করেছেন মোবাইল ফোনের অপর 50% GST বাড়ানো হোক এবার থেকে মোবাইল ফোনের ওপর 12% বদলে 18% GST দিতে হবে এছাড়া অন্য আর কয়েকটি কারণে আমরা স্মার্টফোনের দাম বাড়াতে চলেছি নতুন দাম 1এপ্রিল থেকে কার্যকর হবে।
দাম বাড়তে চলেছে MI ফোন গুলিগ্রাহকদের জন্য দুঃখের খবর Reviewed by Karmasandhan Recruitment on এপ্রিল ০২, ২০২০ Rating: