WB Asha Karmi Recruitment 2020 - West Bengal Govt Job - Sumanjob.in



উপ-বিভাগীয় অফিসার, বিষ্ণুপুর, বাঁকুড়া অফিস স্বীকৃত সামাজিক স্বাস্থ্য কর্মী (আশা) এর ৩৪ টি পদের জন্য আবেদন আমন্ত্রণ জানাচ্ছে। বিষ্ণুপুর সাব-ডিভিশনের বিষ্ণুপুর, জয়পুর, কোটুলপুর, পাত্রসায়ার এবং ইন্দাস নামক পাঁচটি  ব্লকের বিভিন্ন উপ-কেন্দ্রের অধীনে বিভিন্ন স্বাস্থ্য উপকেন্দ্রগুলির অধীনে বিভিন্ন অঞ্চলের জন্য জাতীয় পল্লী স্বাস্থ্য মিশনের (এনআরএইচএম) পদসমূহ অন্তর্ভুক্ত রয়েছে। অস্থায়ী ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা নীচের প্রদত্ত ঠিকানায় তাদের আবেদন / প্রশংসাপত্র প্রেরণ করতে পারবেন।


আসিক্রেডিটেড সোশ্যাল হেলথ এক্টিভিস্ট (আশা)
Total Post : 34

শিক্ষাগত যোগ্যতা: i) মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা উপস্থিত হতে হবে। উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও যোগ্য। ii) বিবাহিত / বিবাহবিচ্ছেদ / বিধবা মহিলা হওয়া উচিত। iii) যে স্বাস্থ্য সাব-সেন্টারের জন্য তিনি আবেদন করছেন তার অধীনে একই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হওয়া উচিত। iv) গ্রেড -১ এবং গ্রেড -২ গ্রেড -২ এসএইচজি সদস্য / প্রশিক্ষিত ডেইজ / লিংক কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: ৩০ শে থেকে ৪০ বছরের মধ্যে (এসসি / এসটি পরীক্ষার্থীদের ক্ষেত্রে নিম্ন বয়সের সীমা 22 বছর হতে পারে) তবে 01/01/2020 তারিখ অনুসারে

প্রার্থীদের নির্বাচন: প্রার্থীদের বাছাই হবে Interview মাধ্যমে।

Last Date and Address: The Concerned Block Development Office (BDO Office), on or before 28/02/2020 upto 03:00 PM.


➤Official website — www.sdobishnupur.gov.in

➤Application form PDF file — SEE DETAILED ADVT.
WB Asha Karmi Recruitment 2020 - West Bengal Govt Job - Sumanjob.in WB Asha Karmi Recruitment 2020 - West Bengal Govt Job - Sumanjob.in Reviewed by Karmasandhan Recruitment on ফেব্রুয়ারী ১৭, ২০২০ Rating: 5
");
Blogger দ্বারা পরিচালিত.