রাজ্য সরকারের D.El.Ed কোর্সের আবেদনের শেষ তারিখ দেখেনিন | উচ্চ মাধ্যমিক পাস 🎁 2019-21 in West Bengal
সবাই চায় যে শিক্ষা প্রদান করতে অল্পবিস্তর 30 মে থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেল রাজ্য সরকার দ্বারা অনুমোদিত ডি এল এড কোর্সে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা জন্য ডিপ্লোমা কোর্সের জন্য আবেদন করতে হয় ডিপ্লোমা কোর্সটি হল ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ( D.El.Ed )।
সহকারী শিক্ষক এবং শিক্ষিকা তাদের জন্য এই কোর্স করা অত্যন্ত জরুরি না করা থাকলে পড়ে অসুবিধায় পড়তে হয়, তাই আগে থেকে এই কোর্সটি করে করে রাখা ভাল শিক্ষকতা করার জন্য।
d.el.ed কোর্সের মেয়াদ দু'বছর মোট চারটি সেমিস্টার বিভক্ত এই কোর্সটি ,পরীক্ষা ভিত্তিতে নিয়োগ করে নেয়া হয় প্রার্থীদের কে ।
D.El.Ed কোর্সে আবেদন যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে
আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিংবা তার সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হলেও থাকতে হবে ৫০% নম্বর।
এসসি / এসটি / ওবিসি-এ / ওবিসি-বি / পিএইচ / প্রাক-সার্ভিসম্যান বিভাগের আবেদনকারীদের জন্য ৫% হারে উচ্চমাধ্যমিকের নম্বরের ক্ষেত্রে ছাড় রয়েছে।
রাজ্য সরকারের D.El.Ed কোর্সের আবেদনের শেষ তারিখ দেখেনিন | উচ্চ মাধ্যমিক পাস 🎁 2019-21 in West Bengal Reviewed by Karmasandhan Recruitment on জুন ১০, ২০১৯ Rating:
কোন মন্তব্য নেই: