প্রথম দফায় ক্ষমতা আসার আগেই নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিলেন মোদি সরকার বছরের দু'কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি সরকার কিন্তু ক্ষমতায় ফিরেও গত পাঁচ বছরে সেই লক্ষ্য পূরণ করতে পারেননি মোদি সরকার ৷
এবার দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে সেই লক্ষ্য পূরণ করতে চাইছে মোদি সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই ঘোষণা করতে চলেছেন দেখুন বিস্তারিত ভাবে ৷
নয়াদিল্লি: সংবাদ সূত্রে খবর পাওয়া গিয়েছে কর্মসংস্থান লক্ষ্যমাত্রা পূরণ ও দেশের আর্থিক বৃদ্ধির পৃথক কমিশন গঠনের নির্দেশ দিলেন মোদি সরকার , চাকরি সংক্রান্ত কমিটি থাকছেন দশটি সদস্য প্রতিনিধি দল তৈরি করছেন অর্থনীতিতে 5 জন সদস্য একটি কমিটি গঠন করা হয়েছে খবর সূত্রে পাওয়া যাচ্ছে ৷
সংবাদ সূত্রে জানা যাচ্ছে অর্থনৈতিক দল হিসাবে 5 জন সদস্য একটি কমিটি গঠন করবে পৃথক দুটি কমিটির মাথায় থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , কর্মসংস্থান সংক্রান্ত কমিটির সদস্য তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , থাকছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন , রেলমন্ত্রী পীযূষ গোয়েল এছাড়াও নরেন্দ্র সিং, রমেশ পোখরিয়ালকে রাখা হয়েছে ৷ তালিকায় রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, মহেন্দ্রনাথ পান্ডে ও সন্তোষ কুমার গঙ্গোয়ার, হরদীপ সিং পুরিকেও রাখা হয়েছে ওই কমিটিতে ৷
Braking News ! বড় পদক্ষেপ মোদির সরকারের 🎁 10 কোটি চাকরির প্রতিশ্রুতি এক্ষুনি দেখুন Reviewed by Karmasandhan Recruitment on জুন ০৬, ২০১৯ Rating:
কোন মন্তব্য নেই: