News Today : ৭৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে এবারের উচ্চ মাধ্যমিকের ফল। আজ সংসদের তরফে ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করেছে। আগামী ১৯ মে ভোটগ্রহণ পর্ব শেষ হচ্ছে। ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ফল প্রকাশের তিন দিন পর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে সংসদ।
আজ সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৭ মে সকাল ১০টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। সাড়ে ১০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। ওদিন ১০টায় সাংবাদিক বৈঠক করে মেধাতালিকা প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।
কিভাবে জানা যাবে মাধ্যমিকের ফলাফল: পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া SMS মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা | Braking News | 12th pass result out date Conform Reviewed by Karmasandhan Recruitment on মে ১৩, ২০১৯ Rating:
কোন মন্তব্য নেই: