মাধ্যমিক পাশে পুলিশ নিয়োগ
রাজ্যের সংশোধনাগার অর্থাৎ যে জেলাগুলি ওয়ার্ড ও ফিমেল ওয়ার্ডের শূন্যপদ পূরণের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা হবে অনলাইনে এবং অফলাইনে এর মাধ্যমে রাজ্যের পুলিশ নিয়োগ পর্ষদ এর মাধ্যমে এ বিজ্ঞপ্তি প্রকাশিত পেয়েছে ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন এর অধীনে এই নিয়োগ করা হবে।
Total Post : 816 ( Male - 695 / Female - 121 )
যোগ্যতা: মাধ্যমিক পাস তার সঙ্গে কম্পিউটার জানার প্রশিক্ষণ থাকা চাই কম্পিউটার প্রশিক্ষণ পশ্চিমবঙ্গ রাজ্যের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন পর্ষদ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিয়ে থাকতে হবে বলা হয়েছে অন্য কোন কর্তৃপক্ষের ইস্যু করা কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট গ্রহণযোগ্য করা হবে না।
বয়স সীমা : বয়স হতে হবে 2019 সাল অনুযায়ী জানুয়ারির 1 তারিখ থেকে 18 থেকে 27 বছরের মধ্যে SC /ST / OBC বয়সে ছাড় পাবেন তাঁর সঙ্গে প্রাক্তন কর্মী কর্মী।
হাউ টু অ্যাপ্লাই : আবেদন করতে পারবেন অনলাইন কিংবা অফলাইন এর মাধ্যমে আবেদন শুরু হবে 15 ই ফেব্রুয়ারি থেকে আবেদন শেষ তারিখ 14 ই মার্চ বিকেল 5 PM পর্যন্ত।
মাধ্যমিক পাশে পুরুষ ও মহিলা পুলিশ নিয়োগ , west Bengal police Recruitment 2019 | wbp Reviewed by Karmasandhan Recruitment on ফেব্রুয়ারী ১৪, ২০১৯ Rating:
কোন মন্তব্য নেই: