ভারতীয় বিমান বাহিনী সরাসরি নিয়োগ group Y , air force rally west bengal 2019 | West Bengal Rally 2019
এয়ারফোর্স নিয়োগ ব্যারাকপুর
Rally 2019
সরাসরি Rally মাধ্যমে নন টেকনিক্যাল গ্রুপ Y পদে নিয়োগ হচ্ছে সেখানে পুলিশ এবং অটো মোবাইল টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন অবিবাহিত পুরুষ প্রার্থীদের জন্য এই পদে আবেদন করা যাবে Website সমস্ত রকম তথ্য দেয়া আছে আপনারা দেখে নেবেন ।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল্য পাস করতে হবে , উচ্চমাধ্যমিকের ফিফটি পার্সেন্ট এবং ইংরেজিতে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে কোন প্রার্থীর ০.১% নাম্বার কম থাকলে আবেদন করতে পারবেন না ।
বয়স সীমা : জন্ম তারিখ হতে হবে উনিশে জানুয়ারি ঊনিশো নিরানব্বই থেকে একই জনুয়ারি 2003 এর মধ্যে । বয়স এর ছাড় পাবেন এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ভারত সরকারের অনুযায়ী ।
শারীরিক মাপজোক: অটো মোবাইল টেকনিশিয়ান পদের ক্ষেত্রে নূন্যতম উচ্চতা 165 সেন্টিমিটার , উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির বাসিন্দা এবং পার্বত্য অঞ্চলের প্রার্থীদের জন্য উচ্চতা 162.5 সেন্টিমিটার হলে আবেদন করতে পারবেন । পায়ের দৈর্ঘ্য হতে হবে ন্যূনতম 99 সেন্টিমিটার ।
ইন্ডিয়ান এয়ার ফোর্স পুলিশ পদের ক্ষেত্রে নূন্যতম উচ্চতা হতে হবে 175 সেন্টিমিটার ।
উপরের প্রত্যেকটি ক্ষেত্রে উচ্চতা ও বয়স অনুযায়ী উপযুক্ত ওজন বুকের ছাতি মাপস সুস্থ থাকতে হবে বুকের ছাতি 5 সেন্টিমিটার ফুলানোর সক্ষমতা রাখতে হবে ।
প্রার্থী বাছাই: কোথাও আবেদন করতে হবে না । সরাসরি Rally গিয়ে রিপোর্ট করলেই হবে লিখিত পরীক্ষা হবে English সময় 45 মিনিট , প্রতি প্রশ্নের নম্বর 1 নেগেটিভ মার্কিং 0.25 হারে । লিখিত পরীক্ষায় সফল হলে তাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেয়া হবে 6.30 সেকেন্ডে 1.60 কিলোমিটার দৌড় থাকবে । তারপর 10টি পুশআপ 10টি সিটআপ ও 20টি উঠবস করতে হবে এই পর্যায়ের পরীক্ষা শেষ এরপর সফল হলে ইন্টারভিউ নেয়া হবে । এরপরে মেডিকেল টেস্ট ডাক্তারি পরীক্ষায় সফল হলে মেধা তালিকার ওপর এ সিলেক্ট করে ট্রেনিং এ পাঠানো হবে প্রার্থীদের ।
পরীক্ষার স্থান : এয়ারপোর্ট স্টেশন ব্যারাকপুর উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গে 743122 পিন কোড । পরীক্ষা শুরু হবে 6 টা থেকে সকাল প্রতিটি জেলার ক্ষেত্রে আলাদা আলাদা তারিখ এবং আলাদা সময় দেয়া হয়েছে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট এয়ারফোর্সের চেক করে নিন ।
NOTE: Rally Exam: 26/02/2019
Only Unmarried Male candidates of the State West Bengal (District – Hooghly, East Midnapur, Jhargram, Purulia, West Burdhwan, Mursidabad, Malda, North Dinajpur, South Dinajpur, Darjeling, Kalimpong, Jalpaiguri, Alipurduar & Cooch Behar) and Sikkim are eligible to appear for the Rally.
➤➤Training period stipend Rs. 14,600/- PM
➤➤Total salary Rs. 26,900/- P.M
ভারতীয় বিমান বাহিনী সরাসরি নিয়োগ group Y , air force rally west bengal 2019 | West Bengal Rally 2019 Reviewed by Karmasandhan Recruitment on ফেব্রুয়ারী ০৮, ২০১৯ Rating:
Kobe rally...date and apply time
উত্তরমুছুনSir,
উত্তরমুছুনPurulia district er kobe rally hobe?
Non technical group y pode height koto lagbe please tell me sir.
উত্তরমুছুনGood
উত্তরমুছুন