রেলের Group D পরীক্ষার
ফল প্রকাশ
১১ জানুয়ারি, শুক্রবার এই পরীক্ষার উত্তরপত্র প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজেদের প্রশ্নের উত্তর মিলিয়ে নিতে পারবেন। পরীক্ষার্থীরা যদি মনে করেন উত্তরপত্রে কোনও ভুল আছে, তাহলে তাঁরা সেই ‘ভুল’উত্তর সম্পর্কে Recruitment বোর্ডকে জানাতে পারবেন।
Group-D Recruitment 2019
এ জন্য তাঁদের Website গিয়ে নির্দিষ্ট Free জমা দিয়ে আবেদন করতে হবে। আজ 14 January থেকে উত্তরপত্র সংক্রান্ত অভিযোগ গ্রহণ শুরু হবে। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীদের অভিযোগ যদি সঠিক হয়, তাহলে তাঁরা আবেদনের জন্য জমা দেওয়া ফি ফেরত পাবেন।
Group D লিখিত পরীক্ষায় যে সব পরীক্ষার্থীরা সফল হবেন তাঁদের PET বা শারীরিক সক্ষমতার পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষা কবে কোথায় কখন হবে তা পরে RRB Web Site জানানো হবে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এক অফিসার বলেছেন, RRB Group D Recruitment Result 13 Feb. প্রকাশিত হবে।
রেলের Group D পরীক্ষার ফল প্রকাশ , rrb group d result , result rrb kolkata , sumanjob.in Reviewed by Karmasandhan Recruitment on জানুয়ারী ১৪, ২০১৯ Rating:
কোন মন্তব্য নেই: