Amazon 1300 কর্মী নিয়োগ
Breaking news
Breaking news

Amazon-এর তরফে জানানো হয়েছে, সংস্থা সবসময় ট্যালেন্টের কদর করে। আর সেজন্যে মেধাবীদের জন্যে সেরা ঠিকানা হয় এই সংস্থা। এমনকি যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তাদের জন্যেও অ্যামাজন সেরা ঠিকানা বলে দাবি করা হয়েছে।

চাকরির বাজারে বড় খবর। ভারতে 1300 কর্মী নিয়োগ করবে ই-কর্মাস সাইট Amazon। সংস্থার একাধিক বিভাগের জন্যে এই কর্মী নিয়োগ করা হবে। এমনটাই Amazon-এর তরফে জানানো হয়েছে।

ভারতের বাজারে ক্রমশ ব্যবসা বাড়াচ্ছে এই ই-কর্মাস সাইট। আর সেদিকে তাকিয়ে বিভিন্ন বিভাগের জন্যে কর্মী নিয়োগের সিদ্ধান্ত এই সংস্থার। যদিও চেন্নাই, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদের জন্যে এই কর্মী নিয়োগ করা হবে। প্রসঙ্গত, গত বছর অর্থাৎ 2018 সালে 60 হাজার কর্মী নিয়োগ করেছিল এই সংস্থা। যদিও গোটা বিশ্বে প্রায় কয়েক লক্ষ কর্মী রয়েছে এই সংস্থার। তবে ভারতের প্রত্যন্ত এলাকাতেও ব্যবসা বাড়াতে চায় এই সংস্থা। আর সেজন্যেও ভারতে আরও কর্মী নিয়োগ করা হবে Amazon

Amazon Recruitment 1300 vacancy, Amazon কর্মী নিয়োগ , sumanjob.in
Reviewed by Karmasandhan Recruitment on জানুয়ারী ১৫, ২০১৯ Rating:

West Bengal civic er form kobe berobe...
উত্তরমুছুন