West Bengal Police 2018 - Data Entry Operator Recruitment

West Bengal Police 2018 - Data Entry Operator Recruitment 

পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশন হেড কোয়ার্টারে এডিজি অ্যান্ড আইজিপির দপ্তরে ২০ জন ডেটা এন্ট্রি অপারেটর চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে ১ বছরের জন্য নিয়োগ, তবে পরে সন্তোষজনক কাজের ভিত্তিতে তার পুনর্নবীকরণ হতে পারে।

যোগ্যতা: যে-কোনো শাখায় স্নাতক, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বেসিক ইন্টারনেট সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। সরকারি বা আধাসরকারি সংস্থায় ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
 জেনেরাল সাইন্স - PDF  ➥  Click here 
বয়সসীমা: ১ অক্টোবর ২০১৮ অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর।

বেতনক্রম: মাসিক বেতন হবে মোট ১১ হাজার টাকা, দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রথমে দরখাস্তের ভিত্তিতে বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের কম্পিউটার টাইপ টেস্টে ডাকা হবে, তাতে সফল হলে ইন্টারভিউ। চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে কম্পিউটার টাইপ টেস্ট ও ইন্টারভিউয়ে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে। পরীক্ষার দিন-সময় ও ফলাফল জানানো হবে রাজ্য পুলিশের ওয়েবসাইটে।   

ইতিহাস প্রশ্নউত্তর - https://bit.ly/2QFnytu
ই-মেল মারফত পাঠানোর ঠিকানা – 

ডাকযোগে পাঠানোর  বা সরাসরি গিয়ে জমা দেবার ঠিকানা – The ADG & IGP, Telecommunication, West Bengal, 3, Manik Bandopadhyay Sarani, Tollygunge, Kolkata , PIN – 700040

আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক- http://policewb.gov.in/wbp/recruit/tchq_270918.pdf

More Info. ➥ Click here
West Bengal Police 2018 - Data Entry Operator Recruitment West Bengal Police 2018 - Data Entry Operator Recruitment Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ২৯, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.