সরকারি চাকরিতে প্রচুর নিয়োগ! দেখুন তালিকায় কোন কোন পদ

সরকারি চাকরিতে প্রচুর নিয়োগ! দেখুন তালিকায় কোন কোন পদ



সঠিক চাকরি খুঁজতে হিমসিম খান অনেকেই৷ তাদের জন্য আরও একবার রইল সরকারি চাকরির খোঁজ৷ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) জারি করল বিজ্ঞপ্তি৷
অ্যাডমিনিস্ট্রিটিভ অফিসার, ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং লেকচারার, মেকানিক, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইর্ফমেশন টেকনোলজি বিভাগে রয়ছে একাধিক শূন্যপদ৷ আবেদন করার শেষ তারিখ থাকছে ১১ অক্টোবর, ২০১৮৷ বিশদ জানত চোখ রাখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (upsconline.nic.in)৷
কেবলমাত্র উপযুক্ত প্রার্থীরাই সুযোগটি পাবেন৷ ঠিক কতগুলি শূন্যপদ থাকছে?
অ্যাডমিনিস্ট্রিটিভ অফিসার- ৮ টি
ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং লেকচারার-২ টি
সিভিল ইঞ্জিনিয়ারিং লেকচারার-১ টি
ইর্ফমেশন টেকনোলজি লেকচারার- ১ টি
অ্যাডমিনিস্ট্রিটিভ অফিসার পদটির জন্য আবেদনকারীর অ্যাকাউন্টস,অ্যাডমিনিস্ট্রেশন ও এসট্যাবলিসমেন্টের উপর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ শুধু তাই নয়, থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ হওয়ার পরিচয়পত্র৷ প্রার্থীকে হতে হবে ৩৫ অনুর্দ্ধ৷ তবে, তফশিলি জাতি উপজাতির প্রার্থীদের জন্য বয়সসীমাতে থাকছে ৫ বছরের ছাড়৷ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে উপযুক্ত প্রার্থীকে৷ আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন৷
More info. Click here
সরকারি চাকরিতে প্রচুর নিয়োগ! দেখুন তালিকায় কোন কোন পদ সরকারি চাকরিতে প্রচুর নিয়োগ! দেখুন তালিকায় কোন কোন পদ Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ২৪, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.