পশ্চিমবঙ্গের চাকরির জন্য সুখবর বিশেষ করে যারা মোটা মাইনের বিনিময়ে ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক এইচডিএফসি ব্যাংকে 12 হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ করা হবে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা।
মোট শূন্যপদ : 12551 টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাস করে থাকলেই আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 15,500 থেকে 58, 200 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : ট্রেনিং এবং লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার।
ওয়েবসাইটের লিংক : https://www.hdfcbank.com/
বিজ্ঞপ্তি লিংক : https://hdfcbankcareers.hirealchemy.com/#/listing
আবেদনের লিংক : https://hdfcbankcareers.hirealchemy.com/#/
bank recruitment 2022,hdfc bank job vacancy 2022,hdfc bank job,bank vacancy 2022,job in kolkata
কোন মন্তব্য নেই: