পশ্চিমবঙ্গের জেলা আদালতে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ।district court recruitment 2022
চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের জেলা আদালতে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়।
পদের নাম : নাইট গার্ড।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 7000 টাকা।
বয়সসীমা : 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
পদের নাম : বেঞ্চ ক্লার্ক।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 14, 700 টাকা।
বয়সসীমা : 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
পদের নাম : আর্দালী।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 7000 টাকা।
বয়সসীমা : 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
পদের নাম : এলডিসি কাম টাইপিস্ট।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 11880 টাকা।
বয়সসীমা : 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 9.8 .2022 তারিখ পর্যন্ত।
আবেদন শুরু : 25.7.2022 তারিখ থেকে আবেদন চলবে 9.8.2022 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://hooghly.nic.in/notice/recruitment-for-the-post-of-bench-clerk-ldc-cum-typist-orderly-night-guard-for-juvenile-justice-board-uttarpara/
আবেদনের লিংক : https://hooehlv.nic.in/
বিজ্ঞপ্তির লিংক : https://cdn.s3waas.gov.in/s3aff1621254f7c1be92f64550478c56e6/uploads/2022/07/2022072246.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
district court recruitment,west bengal district court recruitment 2022,district court recruitment 2022,latest govt jobs 2022,job vacancy 2022,govt job 2022,10th pass govt jobs 2022,sarkari naukri
কোন মন্তব্য নেই: