সপ্তম শ্রেণী পাশে পশ্চিমবঙ্গে সিভিল ভলেন্টিয়ার নিয়োগ । west bengal civic volunteer recruitment 2022
চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আপদা মিত্র প্রকল্পে ট্রেনিং চাকরির সুযোগ প্রার্থী বাছাই করা হবে চুক্তিভিত্তিতে ।
পদের নাম : সিভিল ভলেন্টিয়ার ।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সপ্তম শ্রেণী উত্তীর্ণ হলেই অথবা মাধ্যমিক পাস করেছে আবেদন করতে পারবেন ।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.7. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী ।
ট্রেনিং এর সময়সীমা : 12 দিনের ট্রেনিং হবে ঝাড়গাম মহকুমার শাসক ও নিয়ন্ত্রক অসামরিক প্রতিরক্ষা করনের ।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি প্রার্থী বাছাই করা হবে শারীরিক সক্ষমতা ও সুস্থ ব্যক্তিদের এবংআপদা মিত্র প্রকল্পে ।
আবেদনের পদ্ধতি : অফলাইনে র মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 8.7.2022 তারিখ পর্যন্ত ।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
আবেদন শুরু : 17.6.2022 তারিখ থেকে আবেদন চলবে 8.7. 2022 তারিখ পর্যন্ত
নিয়োগের স্থান : ঝাড়গাম জেলা ।
আবেদন ফি : শূন্য ।
ওয়েবসাইটের লিংক : https://jhargram.gov.in/notice_category/recruitment/
বিজ্ঞপ্তির লিংক : https://cdn.s3waas.gov.in/s3aeb3135b436aa55373822c010763dd54/uploads/2022/06/2022061485.pdf
wb civic volunteer recruitment 2022,civic volunteer news today,civic volunteer,kolkata police civic volunteer recruitment 2022,civic police,civic police recruitment 2022,civic volunteer recruitment 2022 west bengal
কোন মন্তব্য নেই: