চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে আনন্দধারা প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করা যাবে।
পদের নাম : কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কমপক্ষে 3 বছরের আনন্দধারা প্রকল্পের আওতায় সংগঠিত নির্ভর দলের সদস্য হতে হবে এবং কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে প্রার্থীদের।
বয়স সীমা : 25 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষার ও ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 30.6.2022 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : শূন্য।
ওয়েবসাইটের লিংক : https://jhargram.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : https://cdn.s3waas.gov.in/s3aeb3135b436aa55373822c010763dd54/uploads/2022/06/2022060886.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: