পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশের গ্রাম পঞ্চায়েত অফিসে পদে VLE কর্মী নিয়োগ । west bengal job vacancy 2022
চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশের জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েত অফিসে VLE পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের নাগরিক আবেদন করতে পারবেন এই পদের জন্য।
পদের নাম : VLE ।
শিক্ষাগত যোগ্যতা : অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 10 ,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 6.5. 2022 তারিখ পর্যন্ত।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ তারিখ 19 .5. 2022 তারিখ থেকে 20.5 2022 তারিখ পর্যন্ত ইন্টারভিউ নেয়া হবে
আবেদন ফি: শূন্য ।
ওয়েবসাইটের লিঙ্ক : https://kalimpong.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://cdn.s3waas.gov.in/s368053af2923e00204c3ca7c6a3150cf7/uploads/2022/04/2022042632.pdf
west bengal job vacancy 2022,job vacancy 2022,10 pass job,12 pass job
কোন মন্তব্য নেই: