অষ্টম শ্রেণী পাশে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। civic volunteer recruitment 2022



চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন


পদের নাম : ভলেন্টিয়ার


শিক্ষাগত যোগ্যতা :  যে কোন বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন


মাসিক বেতন : 9000 টাকা

বয়স সীমা :  18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী


আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবেঅফলাইনে আবেদন করার শেষ তারিখ 30.5.2022 2022 তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে : 

1) আধার কার্ড।

2) ভোটার কার্ড।

3) মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।

4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।

5) কাস্ট সার্টিফিকেট।

6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।


নিয়োগের স্থান :  পশ্চিম মেদিনীপুর


আবেদন ফি :  শূন্য


 ওয়েবসাইটের লিংক : https://purbamedinipur.gov.in/


 বিজ্ঞপ্তি লিংক : 


civic volunteer recruitment 2022,civic volunteer news today,civic volunteer recruitment,civic volunteer recruitment 2022 west bengal,west bengal civic volunteer recruitment 2022

অষ্টম শ্রেণী পাশে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। civic volunteer recruitment 2022 অষ্টম শ্রেণী পাশে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। civic volunteer recruitment 2022 Reviewed by Karmasandhan Recruitment on মে ২৯, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.