চাকরি প্রার্থীদের জন্য সুখবর মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় রেলে 4000 শূন্য বেশি পদে এ্যাপ্রেন্টিস নিয়োগ এর নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনলাইনে আবেদন করা যাবে 27 জুন 2022 তারিখে বিকাল 5 টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করা যাবে।
মোট শূন্যপদ : 3612 টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম 50 শতাংশ নম্বর সহ সঙ্গে সংশ্লিষ্টদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ।
বয়সসীমা : 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে 27. 5 .2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন।
আবেদন ফি : 100 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী মহিলা প্রার্থীদের কোন আবেদন ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে 27.6.2022 তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন।
আবেদনের লিংক : https://www.rrc-wr.com/TradeApp/Login
বিজ্ঞপ্তি লিংক : https://www.rrc-wr.com/rrwc/Files/173.pdf
ওয়েবসাইটের লিংক : https://www.rrc-wr.com/
railway recruitment 2022,railway tc recruitment 2022,railway jobs 2022,swr railway recruitment 2022,indian railways recruitment 2022 across india
কোন মন্তব্য নেই: