চাকরি প্রার্থীদের জন্য সুখবর আবারও রাজ্যের গ্রামীণ পোস্ট অফিসে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয় উভয়।
পদের নাম : গ্রামীণ ডাক জীবন বীমা পলিসি বিক্রির জন্য পোস্টাল এজেন্ট।
শিক্ষাগত যোগ্যতা : অবশ্যই যেকোন শাখা থেকে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে।
বয়স সীমা : 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : কোনরকম আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউ দিন উপস্থিত হতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষায় ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
ইন্টারভিউ তারিখ : প্রতিটি স্থানে আলাদা আলাদা করে ইন্টারভিউ ও নিয়োগ করা হবে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি লিংকে দেখে নিন।
আবেদন ফি : শূন্য।
ওয়েবসাইটের লিংক : https://westbengalpost.gov.in/MAIN
বিজ্ঞপ্তি লিংক : https://drive.google.com/file/d/1bCtZ3ZKXJBjyvp-AUZr-hqnzSQsH70oE/view
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
post office recruitment 2022,indian post office recruitment 2022,india post office recruitment 2022
কোন মন্তব্য নেই: