চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যের আবাস যোজনা প্রকল্পে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয় উভয়।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।
শূন্যপদ : 1 টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 11,100 টাকা।
পদের নাম : কো-অর্ডিনেটর।
শূন্যপদ : 1 টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 25000 টাকা।
পদের নাম : টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদ : 1 টি।
শিক্ষাগত যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ থাকতে হবে।
বয়সসীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 18000 টাকা।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 31 শে মার্চ 2022 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : শূন্য।
ওয়েবসাইটের লিংক : http://coochbehar.nic.in/
বিজ্ঞপ্তির লিংক : http://coochbehar.nic.in/Htmfiles/Occasional/ZillaParishad170322.pdf
আবেদনের লিংক : http://coochbeharzillaparishad.in/recruitment/
pradhan mantri awas yojana 2022,pradhan mantri awas yojana gramin
কোন মন্তব্য নেই: