চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইন্ডিয়ান এয়ার ফোর্স ফ্লাইং ব্রাঞ্চ এবং গ্রাউন্ড ডিউটিতে জয়েন করানোর জন্য এয়ারফোর্সে কমন এডমিশন টেস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 317 টি ।
পদের নাম : ফ্লাইং,গ্রাউন্ড ডিউটি (টেকনিকাল),গ্রাউন্ড ডিউটি (নন – টেকনিকাল)
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিকের ফিজিকস ও অংকে 50 শতাংশ নম্বর থাকতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 60 শতাংশ নাম্বার নিয়ে গ্রাজুয়েশন পাস বিই, বিটেক যোগ্যতা থাকতে হবে।
মাসিক বেতন : 56,100 থেকে 177, 500 টাকা।
চূড়ান্ত বর্ষের প্রার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
ফ্লাইংপদের ক্ষেত্রে বয়স হতে হবে 20 থেকে 24 বছরের মধ্যে 1ই জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী জন্মের তারিখ হতে হবে 2 জানুয়ারি 1999 থেকে 1ই জানুয়ারি 2003 এর মধ্যে।
গ্রাউন্ড ডিউটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে 20 থেকে 26 বছরের মধ্যে 1ই জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী জন্মের তারিখ হতে হবে 2 জানুয়ারি 1997 থেকে 1ই জানুয়ারি 2003 এর মধ্যে।
আবেদনের পদ্ধতি : আগামী 1 ডিসেম্বর 2021 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হতে চলেছে আবেদন চলবে 30 শে ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত জানুয়ারি 2023 তারিখে ট্রেনিং শুরু হবে।
আবেদন ফি : 250 টাকা এনসিসি স্পেশাল এন্ট্রির জন্য পরীক্ষার ফি লাগবে না ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, এর মাধ্যমে আবেদন ফি জমা দেয়া যাবে।
ওয়েবসাইটের লিংক : https://afcat.cdac.in/AFCAT/
বিজ্ঞপ্তি লিংক : https://drive.google.com/file/d/1NXsVMpnY3lg89CqWytPtd67Lk1bdFFAf/view
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: