চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আবারও পশ্চিমবঙ্গের জারি হলে BSK অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র কর্মী নিয়োগ করার ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর ।
শূন্য পদ : 2টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানার অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম : সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ।
শূন্য পদ : 2টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা 1 st Class MCA or, 1 st Class M.Sc. in IT/Computer Science or, 1 st Class BE in IT/Computer Science ।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 20. 12. 2021 তারিখ পর্যন্ত এবং আবেদনপত্র ইমেইল আইডির মাধ্যমে পাঠাতে পারবেন [email protected];
নিয়োগের পদ্ধতি : ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
নিয়োগের স্থান : কলকাতা।
আবেদন ফি : শূন্য।
আবেদনের লিংক : https://www.wtl.co.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.wtl.co.in/public/uploads/files/DEO-WBSBCL.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: