চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে এলাহাবাদ ব্যাঙ্ক গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনটি জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম : সুইপার (গ্রুপ ডি )
মোট শূন্যপদ : 21 টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমা : 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 14500 থেকে 28,145 টাকা।
আবেদনের পদ্ধতি : অফ্লাইননের মাধ্যমে এবং পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করা যাবে আবেদনের শেষ তারিখ 15 ই ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.indianbank.in/#!
বিজ্ঞপ্তির লিংক : https://drive.google.com/file/d/1wN6HQACI3VgWM8OovGE90wYzqmoAoEdw/view
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: