উচ্চ মাধ্যমিক পাশে বন্ধন ব্যাংকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের। bandhan bank recruitment 2021
চাকরি প্রার্থীদের জন্য সুখবর বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়।
মোট শূন্যপদ : 73 টি।
পদের নাম : অ্যাডমিনিস্ট্রেশন/ব্যাক অফিস একটিভিটিস।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো প্রতিষ্ঠানের থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 14300 - 22, 300 টাকা।
বয়স সীমা : 18 থেকে 29 বছরের মধ্যে বয়স হতে হবে 7.12. 2021 তারিখ অনুযায়ী জন্মের তারিখ হতে হবে 7.12. 1992 থেকে 2003 এর মধ্যে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধন ব্যাংক অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনের শুরু 7.12.2021তারিখ।
নিয়োগের স্থান : পশ্চিমবঙ্গে যে কোন বন্ধন ব্যাংকের শাখা তে কর্মী নিয়োগ করা হবে।
ওয়েবসাইটের লিংক : https://www.ncs.gov.in
বিজ্ঞপ্তি লিংক :https://bit.ly/3drdUrh / https://bit.ly/3xZOuKI
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: