উচ্চ মাধ্যমিক পাশে রাজ্য সরকারি কলেজে গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ west bengal job vacancy 2021
চাকরি প্রার্থীদের জন্য সুখবর পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কলেজে ক্লার্ক ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ইতিমধ্যে করোনা পরিস্থিতিতে দু'বছর ধরে স্কুল- কলেজে কর্মী নিয়োগ করা হয়নি এবং স্কুল-কলেজে কাজকর্ম বন্ধ ছিল ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছেন নভেম্বর মাস থেকে স্কুল-কলেজ সমস্ত কিছু খুলে দেয়া হবে এই পরিস্থিতিতে বিভিন্ন কলেজে ক্লার্ক ও গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।
শূন্য পদ : 1 টি ।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস এবং কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 20,000 টাকা।
পদের নাম :মাল্টিটাস্কিং স্টাফ।
শূন্য পদ :1 টি।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে এবং প্রার্থীদের হেলথকেয়ার সেটিংস এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন :18,000 টাকা।
বয়সসীমা : 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
নিয়োগের পদ্ধতি : শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়।
আবেদন ফি : শূন্য।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে একটি সাদা কাগজ প্রিন্ট আউট করে বায়ো ডাটা এবং সেল্ফ অ্যাটেস্টেড করে ফটোকপি বয়সের প্রমাণপত্র এবং 1 কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে বর্ধমান মেডিকেল কলেজে পাঠাতে হবে 9 নভেম্বর 2021 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিঙ্ক : https://purbabardhaman.nic.in/notice_category/recruitment/
বিজ্ঞপ্তি লিংক :https://cdn.s3waas.gov.in/s3cf67355a3333e6e143439161adc2d82e/uploads/2021/11/2021110254.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: