চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএস তরফ থেকে 8 হাজারেরও বেশি ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেকোনো ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করা যাবে।
মোট শূন্যপদ : 7855 টি ।
পদের নাম : ক্লার্ক ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে স্নাতক পাস থাকতে হবে।
বয়স সীমা : 20- 28 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2021 তারিখ হিসেবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
পরীক্ষা কেন্দ্র : পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র আছে যেমন - কলকাতা, হুগলি,কল্যাণী, দুর্গাপুর, শিলিগুড়ি, মেন পরীক্ষা কেন্দ্র হল আসানসোল, কলকাতা, কল্যাণী ,শিলিগুড়ি।
নিয়োগের পদ্ধতি : প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি পরীক্ষা হবে 2021 সালের ডিসেম্বর মাসে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 27 শে অক্টোবর 2021 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : 175 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি দের ক্ষেত্রে এবং জেনারেল এবং ওবিসি 850 টাকা অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
ওয়েবসাইটের লিংক : https://www.ibps.in/
বিজ্ঞপ্তি লিংক : https://www.ibps.in/wp-content/uploads/FinalAdvtCRPCLERKSXI.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: