চাকরি প্রার্থীদের জন্য সুখবর খাদ্য দপ্তরে কর্মী নিয়োগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার অথরিটি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদের জন্য
মোট শূন্যপদ : 233 টি
পদের নাম :অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ :33 টি
শিক্ষাগত যোগ্যতা :উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এই পদের জন্য
বয়স সীমা :18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে
পদের নাম :ফুড এনালিস্ট
শূন্যপদ :4টি
শিক্ষাগত যোগ্যতা :স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি কেমিস্ট্রি নিয়ে স্নাতক এর সঙ্গে সংশ্লিষ্ট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের
পদের নাম :অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
শূন্যপদ :4 টি
শিক্ষাগত যোগ্যতা :গ্রাজুয়েশন পাস থাকলে আবেদন করতে পারবে
বয়স সীমা :18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী
পদের নাম :টেকনিক্যাল অফিসার
শূন্যপদ :125 টি
শিক্ষাগত যোগ্যতা :যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজিতে গ্র্যাজুয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট টেকনোলজিতে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী
পদের নাম :সেন্ট্রাল ফুড সেফটি অফিসার
শূন্যপদ :37 টি
শিক্ষাগত যোগ্যতা :যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি অথবা এগ্রিকালচার সাইন অথবা বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজিতে গ্র্যাজুয়েশনের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বয়স সীমা :18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী
পদের নাম :হিন্দি ট্রান্সলেটর
শূন্যপদ : 1 টি
শিক্ষাগত যোগ্যতা :যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিন্দি ট্রান্সলেটর গ্রাজুয়েশন সঙ্গে ইংরেজি বিষয় হিসাবে থাকতে হবে
বয়স সীমা :18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী
পদের নাম :প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ :19 টি
শিক্ষাগত যোগ্যতা :যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাস এর সঙ্গে কম্পিউটারে এম এস ওয়ার্ড এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বয়স সীমা :18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী
পদের নাম :আইটি অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ :3 টি
শিক্ষাগত যোগ্যতা :গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন
বয়স সীমা :18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী
পদের নাম :জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ : 3 টি
শিক্ষাগত যোগ্যতা :গ্রাজুয়েশন পাস এর সাথে জার্নালিজম অথবা কমিউনিকেশন থাকতে হবে
বয়স সীমা :18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 7.11.2021
আবেদনের ফি : 1500 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের লাগবেনা
ওয়েবসাইটের লিংক :https://www.fssai.gov.in/notifications.php?notification=notice-for-comments
বিজ্ঞপ্তি লিংক : https://www.exambangla.com/wp-content/assets/2021/10/Notification-FSSAI-Technical-Officer-Asst-Other-Advt-No.-04-2021.pdf
কোন মন্তব্য নেই: