০১. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় ?
উত্তরঃ ১১২নং ধারা।
০২. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
উত্তরঃ ভিটামিন A এর অভাবে।
০৩. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক।
০৪. রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর ?
উত্তরঃ ছয় বছর।
০৫. URL এর পুরো নাম কি ?
উত্তরঃ ইউনিফর্ম রিসোর্স লোকেটর।
০৬. পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি ?
উত্তরঃ হিমালয়।
০৭. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?
উত্তরঃ হিরাকুঁদ।
০৮. ভারতের দীর্ঘতম খাল কোনটি ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী ক্যানেল।
০৯. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?
উত্তরঃ ১৮৫৬ সালে।
১০. স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।
১১. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?
উত্তরঃ টেকচাঁদ ঠাকুর।
১২. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?
উত্তরঃ ভেগাস।
১৩. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ লালা হরদয়াল।
১৪. কে শকারি উপাধি গ্রহণ করেন ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
১৫. কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়েছিল ?
উত্তরঃ ১৯১১ সালে।
১৬. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ উমেশ চন্দ্র ব্যানার্জি।
১৭. গান্ধিজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?
উত্তরঃ চম্পারণে।
১৮. গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয় ?
উত্তরঃ পাকস্থলী।
১৯. কফিতে কোন উপাদান থাকে ?
উত্তরঃ ক্যাফেইন।
২০. সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ ইউরেনাসকে।
২১. সাবানের রাসায়নিক নাম কি?
উত্তরঃ সোডিয়াম স্টিয়ারেট।
২২. মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ জুডো।
২৩. কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায় ?
উত্তরঃ ১৯২৮ সালে।
২৪. পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
২৫. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
উত্তরঃ ভিটামিন C এর অভাবে।
২৬. সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
উত্তরঃ ঢোল গোবিন্দ।
২৭. গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?
উত্তরঃ ক্লোরোপ্লাস্টে।
২৮. কে শকাব্দ প্রবর্তন করেন ?
উত্তরঃ কনিষ্ক।
২৯. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট।
৩০. PVC পুরো নাম কি ?
উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড।
৩১. সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ?
উত্তরঃ ৩৫৬নং ধারা।
৩২. স্মাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ব্যাডমিন্টন।
৩৩. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।
৩৪. রেশনিং প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খিলজি।
৩৫. বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঢাকাতে।
৩৬. নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ তবলা।
৩৭. ভরত ছেত্রি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।
৩৮. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করেছে ?
উত্তরঃ ৬১তম সংশোধনী।
৩৯. ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ গঙ্গা।
৪০. JFM এর পুরো নাম কি ?
উত্তরঃ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট।
৪১. ভারতের দীর্ঘতম সেতু কোনটি ?
উত্তরঃ বিহারের শোন নদীর সেতু।
৪২. ভারতের বৃহত্তম বিমান বন্দরের নাম কি ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
৪৩. ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি ?
উত্তরঃ থর মরুভূমি।
৪৪. ভারতের বৃহত্তম মসজিদ কোনটি ?
উত্তরঃ দিল্লীর জামা মসজিদ।
৪৫. ভারতীয় সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে ?
উত্তরঃ ৪০নং ধারায়।
৪৬. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ বম্বে।
৪৭. অ্যাসিড আবিষ্কার হয় কত সালে ?
উত্তরঃ ১৯৮১ সালে।
৪৮. সলবাইয়ের সন্ধি কত সালে হয় ?
উত্তরঃ ১৭৮২ সালে।
৪৯. কুনিক উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ অজাতশত্রু ।
৫০. HIV এর পুরো নাম কি ?
উত্তরঃ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।
৫১. GST এর পুরো কথা কী ?
উত্তরঃ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স।
৫২. সিজদা ও পাইবস কে প্রবর্তন করেন ?
উত্তরঃ গিয়াস উদ্দিন বলবন।
৫৩. ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে ?
উত্তরঃ ১৭নং ধারা।
৫৪. ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে ?
উত্তরঃ ১৯নং ধারা।
৫৫. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ বল্লাল সেন।
৫৬. আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তরঃ দিল্লীতে।
৫৭. ডিবলিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ বাস্কেট বল।
৫৮. দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ শর্টপুট।
৫৯. গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ টোকিও, জাপান।
কোন মন্তব্য নেই: