চাকরি প্রার্থীদের জন্য সুখবর গ্রুপ ডি ও গ্রুপ সি পদের বিভিন্ন পদের প্রার্থী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবে এই পদের জন্য।
পদের নাম : লোহার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ট অফিসার মাস্টার।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারের ডিপ্লোমা অথবা ইংরেজীতে প্রতি মিনিটে 20 টি শব্দ টাইপিং দক্ষতা থাকতে হবে প্রার্থীদের ।
মাসিক বেতন : 13,500 টাকা।
বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1.2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ।
পদের নাম : লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার।
শূন্যপদে : 1টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে এবং টাইপিং স্পিড 20টি শব্দের গতি থাকতে হবে।
মাসিক বেতন ; 13,500 টাকা।
বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1.2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ।
পদের নাম :গ্রুপ ডি ।
শূন্যপদে : 1টি।
শিক্ষাগত যোগ্যতা :অষ্টম শ্রেণী পাস।
মাসিক বেতন ; 12,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1.2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ 15. 11 .2021 ।
নিয়োগের স্থান : মালদা জেলা।
আবেদন ফি : 200 টাকা গ্রুপ ডি পদের জন্য এবং দুটি পদের জন্য 300 টাকা।
ওয়েবসাইটের লিংক : https://www.malda.gov.in/
বিজ্ঞপ্তি লিংক ; https://www.malda.gov.in/sites/default/files/notice/2021-09/scan0778-2-8.pdf
কোন মন্তব্য নেই: