চাকরি প্রার্থীদের জন্য সুখবর বন দপ্তরে বিভাগে উচ্চ মাধ্যমিক পাশের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : লোয়ার ডিভিশন ক্লার্ক।
শূন্যপদ : 1টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমা : 18- 27 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
মাসিক বেতন : 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত।
পদের নাম : টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদ :1 টি।
শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং 3 বছরে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে প্রার্থীদের।
বয়স সীমা :21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ 30.09.2021।
নিয়োগের পদ্ধতি : নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
আবেদন ফি : 300 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি লাগবে না।
ওয়েবসাইটের লিংক : https://icfre.gov.in/index.php
বিজ্ঞপ্তি লিংক : https://drive.google.com/file/d/1LdRsQjNplEfIF1JU9wOI_c54bYamzzjr/view
টেলিগ্রাম গ্রুপ : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: