চাকরি প্রার্থীদের জন্য সুখবর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে ট্রেনিং চলাকালীন স্টাইপেন এবং প্রশিক্ষণের শেষে কেন্দ্র সরকারের সার্টিফিকেট প্রদান করা সংশ্লিষ্ট সংস্থা ইলেকট্রিকনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে কোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 243 টি।
পদের নাম : ইলেক্ট্রিসিয়ান , ইলেকট্রনিক মেকানিক ,ফিটার ,R&AC , MMV , টার্নার ,মেশিনিস্ট , মেশিনিস্ট( G) MM TOOL MAINT ।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের এন সি ভি টি অনুমোদিত যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস করে থাকতে হবে।
বয়সসীমা : 18- 30 বছরের মধ্যে হতে হবে 14.10.2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
মাসিক বেতন : 8050 টাকা ।
পদের নাম : কার্পেন্টার ,কোপা ,ডিজেল ম্যাচ , প্লাম্বার , SMW ,ওয়েল্ডার ,পেইন্টের।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের এন সি ভি টি অনুমোদিত যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস করে থাকতে হবে।
বয়সসীমা : 18- 30 বছরের মধ্যে হতে হবে 14.10.2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
মাসিক বেতন : 7700 টাকা ।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 16. 9. 2021 তারিখ।
ওয়েবসাইটের লিংক : https://apprenticeshipindia.org/
বিজ্ঞপ্তির লিংক : https://www.exambangla.com/wp-content/assets/2021/09/Notification-ECIL-ITI-Trade-Apprentice-Posts.pdf
টেলিগ্রাম গ্রুপের : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: