পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে (Power Department Recruitment Notice 2021)
পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড তরফ থেকে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে শুধুমাত্র ভারতের আবেদন করতে। পারবেন।
পদের নাম : ইঞ্জিনিয়ার সুপারভাইজার।
মোট শূন্যপদ : 97 টি।
শিক্ষাগত যোগ্যতা : ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) বিই বিএসসি ইঞ্জিনিয়ারিং 55 পার্সেন্ট নাম্বার নিয়ে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকলেই এছাড়াও 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিল : সিভিল এ বি টেক, বি ই বা বি এস সি (ইজ্ঞিনিয়ারিং) তে 55% নাম্বার নিয়ে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পাস করে থাকতে হবে এছাড়াও 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সুপারভাইজার ইলেকট্রিক্যাল : 55% নাম্বার নিয়ে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে ডিপ্লোমা পাস করে থাকলেই আবেদন করতে পারবেন এছাড়াও 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
সুপারভাইজার সিভিল : 55% নাম্বার নিয়ে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ডিপ্লোমা পাশ করে থাকলে প্রার্থীর আবেদন করতে পারবেন এছাড়াও 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়স সীমা : 9মে 2021 তারিখ হিসেবে বয়স হতে হবে 29 বছরের মধ্যে।
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থীদের অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে ইন্টারভিউ হবে ইন্টারভিউ ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন ফি: ফিল্ডইঞ্জিনিয়ার পত্রের আবেদন ফি 400 টাকা এবং সুপারভাইজার পদের ক্ষেত্রে 300 টাকা ।
আবেদনের তারিখ : 26 এপ্রিল 2021 আবেদনের শেষ তারিখ 9 মে 2021 তারিখ প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
ওয়েবসাইটের লিংক : https://www.powergrid.in/
বিজ্ঞপ্তি লিংক : https://careers.powergrid.in/Nr1FeFsRecruitment2021/docs/Detailed_Advertisement_FEFS2021_TBCB_Project_works.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: